শ্রীনগর, ৭ নভেম্বর (হি.স.): ধুন্ধুমার ও নজিরবিহীন পরিস্থিতির সাক্ষী হল জম্মু ও কাশ্মীর বিধানসভা। ধস্তাধস্তিতে জড়িয়ে পড়লেন শাসক ও বিরোধী দলের বিধায়করা। নজিরবিহীন এই পরিস্থিতির প্রেক্ষিতে সাময়িকের জন্য বিধানসভার অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়। বৃহস্পতিবার সকালে ইঞ্জিনিয়ার রশিদের ভাই ও বিধায়ক খুরশিদ আহমেদ শেখ ৩৭০ ধারার উপর একটি ব্যানার প্রদর্শন করেন, এরপরই বিধানসভায় হট্টগোল শুরু হয়। বিরোধী দলনেতা সুনীল শর্মা এতে আপত্তি জানান। ইঞ্জিনিয়ার রশিদের ভাই এবং আওয়ামি ইত্তেহাদ পার্টির বিধায়ক খুরশিদ আহমেদ শেখ ৩৭০ ধারা ফিরিয়ে আনার বিষয়ে ব্যানার প্রদর্শনের পরই পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। মার্শালরা কয়েকজন বিরোধী বিধায়ককে বাইরে নিয়ে যান।