আগরতলা, ৬ নভেম্বর: স্কুল থেকে বাড়ি ফেরার পথে গাড়ির ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হয়েছে এক নার্সারি ছাত্রের। তার নাম তৃপ্ত বিশ্বাস। এদিকে, ঘাতক গাড়ির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, প্রতিদিনের মতো আজ সকালেও জয়কাতপুর গ্রাম পঞ্চায়েতের ঝরঝরি এলাকায় মায়ের সাথে স্কুলে আসে নার্সারি বিভাগের ছাত্র তৃপ্ত বিশ্বাস(৫)। বিলোনিয়া গভমেন্ট ইংলিশ মিডিয়াম দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এর নার্সারি বিভাগের ছাত্র সে। তার বাবা পেশায় শ্রমিক। মৃতের পরিবারের সদস্য কালিপদ বিশ্বাস জানান, অটো থেকে বাড়ির সামনে নামার পর ছেলেটির মা যখন অটোওয়ালাকে টাকা দিচ্ছিল সে সময় সে নিজের রাস্তা পার হচ্ছিল। ঠিক সেই সময় মতাই-এর দিক থেকে আসা বিলোনিয়াগামী মারুতি ভ্যানের ধাক্কায় গুরুতর জখম হয় তৃপ্ত বিশ্বাস। সাথে সাথে ওই গাড়িটির চালক মিঠুন সরকার তাকে দ্রুত বিলোনিয়া হাসপাতালে নিয়ে গিলে সেখানেই মৃত্যুর কোলে ঢলে পড়ে তৃপ্ত। এদিকে, ঘাতক গাড়ির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে।
ওই ঘটনায় গোটা এলাকায় নেমে আসে শোকের ছায়া। এদিকে খবর পেয়ে হাসপাতালে ছুটে গিয়েছেন বিলোনিয়া বিদ্যালয়ের পরিদর্শক সহ দক্ষিণ জেলার শিক্ষা দপ্তরের আধিকারিকগণ এবং অবশ্যই ইংলিশ মিডিয়াম স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। সকলের মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে ঘটনাস্থলের দ্রুত ছুটে যায় বিলোনিয়া থানার পুলিশ।