BRAKING NEWS

ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে একসঙ্গে কাজ করার ইচ্ছে প্রকাশ হাসিনার

নয়াদিল্লি, ৬ নভেম্বর (হি.স.) : আমেরিকার রাষ্ট্রপতি পদে জয়ী হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানালেন বাংলাদেশের অপসারিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামি লিগের তরফে জারি করা এক বিবৃতিতে ট্রাম্পের অনন্য নেতৃত্বদানের ক্ষমতার কথা স্বীকার করেছেন হাসিনা। হাসিনা জানিয়েছেন, আমেরিকার মানুষের রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্পের প্রতি অগাধ আস্থা রয়েছে। হাসিনা নিজের বিবৃতিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ডোনাল্ড ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্পের সঙ্গে বিভিন্ন বৈঠক ও আলাপচারিতার কথা স্মরণ করেছেন। তিনি আশা প্রকাশ করেছেন রাষ্ট্রপতি হিসেবে ট্রাম্পের দ্বিতীয় দফায় আমেরিকা ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরও মজবুত হবে। দুই দেশের বহুমুখী স্বার্থে ভবিষ্যতেও একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন হাসিনা।

আওয়ামি লিগের তরফে তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে হাসিনার বার্তা সম্বলিত বিবৃতিটি পোস্ট করা হয়েছে। নিচে সই রয়েছে আওয়ামি লিগের অফিস সেক্রেটারি বিপ্লব বরুয়ার। যদিও এই খবর লেখা পর্যন্ত বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ট্রাম্পকে শুভেচ্ছা জানাননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *