BRAKING NEWS

২০২৫ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা ফেব্রুয়ারি মাসে শুরু হতে পারে : সভাপতি

আগরতলা, ৫ নভেম্বর: ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষার ফেব্রুয়ারি মাসে শুরু হতে পারে। আজ পর্ষদ ভবনে সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানিয়েছেন পর্ষদ সভাপতি ড. ধনঞ্জয় গণ চৌধুরী।

আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে সভাপতি ড. ধনঞ্জয় গণ চৌধুরী বলেন, ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ২৩৭৩৯ জন এনরোলমেন্ট করেছে। তাতে বিজ্ঞান বিভাগে পরীক্ষার্থীর সংখ্যা ২১৫২ জন। তেমনি, মাধ্যমিক পরীক্ষায় ৩৩৮০০ জন এনরোলমেন্ট করেছে। 

তাঁর কথায়, ২০২৫ সালের মাধ্যমিক ও উচ্চতর মাধ্যমিক(ভোকেশানাল) এবং উচ্চতর মাধ্যমিক পরীক্ষার বিভিন্ন বিষয়ের প্রেক্টিকেল পরীক্ষা আগামী ১৫ নভেম্বর থেকে ৫ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে। তেমনি, মাধ্যমিক ও উচ্চতর মাধ্যমিকের প্রেক্টিক্যাল পরীক্ষার প্রয়োজনীয় কাগজপত্র ৮ নভেম্বরে থেকে ১২ ডিসেম্বরের মধ্যে পর্যদ অফিস থেকে সংগ্রহ করার জন্য বিদ্যালয় প্রধান বা তাঁর প্রত্যয়িত প্রতিনিধিদের নিয়ে আসতে অনুরোধ করেছেন তিনি। এদিন তিনি আরও বলেন, প্রেক্টিক্যাল  পরীক্ষা শেষ হওয়ার ৭ (সাত) দিনের মধ্যে পর্ষদের পরীক্ষার উত্তরপত্র এবং পরীক্ষা সংক্রান্ত কাগজপত্র জমা দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *