নয়াদিল্লি ও রাঁচি, ৫ নভেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তার জন্য ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের হেলিকপ্টারের উড়ানে দেরি হয়েছে। এই বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি লিখেছে হেমন্ত সোরেনের দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা।
রাষ্ট্রপতিকে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার দেওয়া চিঠি প্রসঙ্গে অসমের মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, ”দেশের অন্যতম শীর্ষ পদে অধিষ্ঠিত প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী দেশের সর্বোচ্চ পদাধিকারী। তিনি এলে তাঁর জন্য নিরাপত্তার ব্যবস্থা করা হয় এবং প্রায় আধ ঘণ্টা বিমান চলাচল বন্ধ থাকে। এই নিয়মগুলি সবাই জানে। সুতরাং, অসমেও যদি প্রধানমন্ত্রীর কোনও নির্বাচনী অনুষ্ঠান থাকে, আমরা সেদিন অন্য কোনও জায়গায় আমাদের নিজস্ব অনুষ্ঠান পরিচালনা করি। প্রধানমন্ত্রীর সফরসূচি গোপনীয় নয়। এটি মুখ্যমন্ত্রীর সঙ্গেও শেয়ার করা হয়েছে। সবাই সেই অনুযায়ী নিজেদের সময়সূচী তৈরি করেন। হেমন্ত সোরেন যদি প্রধানমন্ত্রীর নিরাপত্তা ইস্যুকে রাজনৈতিক ইস্যুতে পরিণত করতে চান, তাহলে ভাবুন তিনি কতটা নার্ভাস… তিনি বুঝতে পেরেছেন যে তিনি হারতে চলেছেন… তাই, তিনি অজুহাত দিচ্ছেন।”