BRAKING NEWS

বিভিন্ন দাবিতে মুখ্য সচিবের নিকট ডেপুটেশন সিপিআইএমএল – এর

আগরতলা, ৫ নভেম্বর : বন্যা ত্রাণ প্রদান এবং সহিংসতার শিকার জনগণের জন্য ন্যায় বিচারের দাবিতে  মুখ্য সচিবের নিকট ডেপুটেশন প্রদান করেছে সিপিআইএমএল। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে এই ডেপুটেশনের বিষয়ে বিস্তারিত তুলে ধরেছেন সাধারণ সম্পাদক পার্থ কর্মকার।

তিনি বলেন, ভয়াবহ বন্যায় রাজ্যের কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষকদের ১০০০ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি প্রদান করেছে সরকার। কিন্তু সেই অনুযায়ী অর্ধেক কৃষকরাও সাহায্য পাননি বলে অভিযোগ করেছেন তিনি। তার কথায়, ১০০০ টাকা দিয়ে কৃষকদের ন্যূনতম বীজের ব্যবস্থাও হবে না। কিন্তু সেই এক হাজার টাকাও বেশিরভাগ কৃষকদের কাছে এখনো পৌঁছায়নি। এদিকে মৎস্য চাষী এবং পান চাষীদের একই অবস্থা। ভয়াবহ বন্যায় তাদের সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে। কিন্তু এখনো পর্যন্ত তাদের কাছে আর্থিক সহায়তা পৌঁছায়নি বলে অভিযোগ করেন তিনি। তাই অবিলম্বে ক্ষতিগ্রস্ত কৃষকদের কাছে তাদের প্রাপ্য আর্থিক সাহায্য পৌঁছে দেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

এছাড়াও ত্রিপুরাকে জাতীয় দুর্যোগপূর্ণ এলাকা ঘোষণা করে জাতীয় দুর্যোগ তহবিল থেকে ১৫ হাজার কোটি টাকা বরাদ্দ করার দাবি জানানো হয়েছে। পাশাপাশি বন্যায় যাদের মৃত্যু হয়েছে তাদের ৫০ লক্ষ টাকা এবং আহতদের ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রদানের দাবি জানানো হয়েছে।

এছাড়াও ডেপুটেশনে গন্ডাতুইসা, এবং উত্তর জেলার বিভিন্ন জায়গায় যে সাম্প্রদায়িক অস্থিরতার সৃষ্টি হয়েছিল সেই বিষয়ে সরকারি সাহায্যের দাবি জানানো হয়েছে। এই সংঘর্ষে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের ক্ষতিপূরণ প্রদান করা এবং সম্পূর্ণ সরকারি খরচে বাড়িঘর নির্মাণ করে দেওয়ার দাবি জানানো হয়েছে। পাশাপাশি যারা ক্ষতিগ্রস্ত তাদের কাছে অবিলম্বে ক্ষতিপূরণের টাকা পৌঁছে দেওয়ার দাবি জানিয়েছেন সি পি আই এম এল রাজ্য সাধারণ সম্পাদক পার্থ কর্মকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *