আগরতলা, ৪ নভেম্বর: সঠিকসময়ে কর্মী না আসার কারণে শান্তির বাজার পোষ্ট অফিসের পরিষেবা তলানিতে পৌঁছেছে। আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে একরাশ ক্ষোভ উগরে দিলেন গ্রাহকরা ।
প্রসঙ্গত, বর্তমানের ডিজিটাল যুগের ফলে পোষ্টঅফিসের বিভিন্ন পরিবেষা কমেছে। বিগত দিনে পোষ্ট অফিসের কর্মীরা বাড়ী বাড়ী গিয়ে চিঠি থেকে শুরু করে বিভিন্ন সামগ্রী পৌঁছে দিতেন। কিন্তু বর্তমান সময়ে ডিজিটাল যুগে ফোন করে বলে দেওয়া হচ্ছে আপনার চিঠি বা পার্সেল এসেছে পোষ্ট অফিসে এসে সংগ্রহ করে নিন।
অপরদিকে পোষ্ট অফিসে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সঞ্চয় করার জন্য সকলকে বিশেষ আহব্বান করা হলেও শান্তির বাজার পোষ্ট অফিসের কর্মীদের ব্যবহারে ও সঠিক পরিষেবা প্রদান না করাতে সকলে পোষ্ট অফিস থেকে মুখ ঘুরিয়ে৷ নিচ্ছে। এরইমধ্যে সোমবার সাপ্তাহের প্রথম দিনে দেখা যাচ্ছে সঠিক সময়ে অফিসে কর্মীরা অনুপস্থিত। তাছাড়া, শান্তির বাজার পোষ্ট অফিসের ক্যাশিয়ারের দায়িত্বে থাকা শঙ্কর দাসের বিরুদ্ধে বিগত দিনেও নানান অভিযোগ রয়েছে। তিনি স্থানীয় বাসিন্দা হবার সুবাদে সঠিকসময় পোষ্ট অফিসে আসেননা। সর্বদা দেরিদরে অফিসে আসে ও গ্রাহকদেরসাথে সঠিকভাবে ভালো ব্যাবহার করেনা। সোমবার দেখাযায় ক্যাশিয়ার শঙ্কর দাস অফিসের সময় পের হয়গেলেও তিনি অফিসে আসেননি। এতে করে অফিসে আসা গ্রাহকরা দীর্ঘসময় পর্যন্ত অপেক্ষা করে থাকতে হচ্ছে। এদিকে, ক্যাশিয়ার শঙ্কর দাসের দেরিতে আসার কারন জানতে চাইলে অফিসের আধিকারিক এই বিষয়ে কোনো প্রকার সৎ উত্তর দিতেন পারেননি।