নয়াদিল্লি, ৪ নভেম্বর (হি.স.): উত্তরাখণ্ডের আলমোরায় বাস দুর্ঘটনায় বিপুল সংখ্যক মানুষের মৃত্যুতে দুঃখপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আহতদের দ্রুত আরোগ্য কামনায় করেছেন প্রার্থনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরাখণ্ডের আলমোরায় মর্মান্তিক বাস দুর্ঘটনায় সোমবার শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রধানমন্ত্রী দুর্ঘটনায় মৃতদের পরিবারকে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।
প্রসঙ্গত, সোমবার সকালে উত্তরাখণ্ডের আলমোরা জেলায় পাউরি-আলমোরা সীমানায় গভীর খাদে পড়ে যায় যাত্রীবোঝাই একটি বাস। ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২৩ জন যাত্রীর, এছাড়াও আরও ২০ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনাগ্রস্ত বাসে অন্ততপক্ষে ৪৫ জন যাত্রী ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।