উপাধ্যক্ষ রামপ্রসাদ পালকে ভাইফোঁটা দিলেন মহিলা মোর্চার সদস্যারা

আগরতলা, ৪ নভেম্বর : সুর্যমনিনগর মহিলা মোর্চার পক্ষ থেকে সোমবার ভাইফোঁটা উৎসবের আয়োজন করা হয়। এদিন এলাকার মহিলারা উপাধ্যক্ষ রামপ্রসাদ পালকে ফোঁটা দিয়ে উনার মঙ্গল কামনা করেন।

ভাইবোনের অটুট বন্ধনের উৎসব হল ভাই ফোঁটা। তিথি অনুযায়ী গতকাল ভাই ফোটা হলেও সনাতনীরা সপ্তাহব্যাপী এই উৎসব পালন করেন।  সেই অনুযায়ী সোমবার  ১৮ সূর্যমনিনগর মহিলা মোর্চার পক্ষ থেকে  ভাইফোঁটা উৎসবের আয়োজন করা হয়েছিল।

এদিন এলাকার মহিলারা এক অনুষ্ঠানের মধ্য দিয়ে উপাধ্যক্ষ রামপ্রসাদ পালকে ভাইফোঁটা দিয়ে উনার মঙ্গল কামনা করেন। পাশাপাশি উপাধ্যক্ষ রামপ্রসাদ পালও বোনদের উপহার হিসেবে শাড়ি কাপড় তুলে দেন। এবং তাদের সুখে দুঃখে পাশে থাকার বার্তা দিলেন উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল।