নয়াদিল্লি, ৪ নভেম্বর (হি.স.) : বায়ুদূষণ মামলায় সোমবার সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণ করেছে, অধিকাংশ সংবাদপত্রে উল্লেখ করা হয়েছে আতশবাজির উপর নিষেধাজ্ঞা কার্যকর করা হয়নি দিল্লিতে। এরই প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট বলেছে, দিল্লি সরকারকে অবিলম্বে জানাতে হবে কেন আতশবাজি নিষিদ্ধ করা হয়নি।
সুপ্রিম কোর্ট এদিন দিল্লি সরকার এবং দিল্লির পুলিশ কমিশনারকে দীপাবলির সময় জাতীয় রাজধানীতে আতশবাজি নিষিদ্ধ করার জন্য নেওয়া পদক্ষেপগুলি সম্পর্কে হলফনামা দাখিল করতে বলেছে। এছাড়াও হরিয়ানা এবং পঞ্জাব সরকারকে অক্টোবরের শেষ দশ দিনে খড় পোড়ানোর ঘটনাগুলির সংখ্যা নির্দেশ করে হলফনামা দাখিল করতে বলেছে সুপ্রিম কোর্ট।