আগরতলা, ৩ নভেম্বর : রাজ্য সরকার প্রতিশ্রুতি রক্ষা করেনি বলে অভিযোগ তুলেছেন পবিত্র কর। কৃষক সভার আয়োজিত সাংবাদিক সম্মেলনে সরকারের বিরুদ্ধে এই অভিযোগ তুলেন তিনি।
কিছুদিন আগে রাজ্যে বন্যায় ক্ষতিগ্রস্ত হয় বহু কৃষক। সর্বহারা হয়ে পড়েছিল বহু পরিবার। সরকারের পক্ষ থেকে তাদের কাছে ক্ষতিপূরণ পৌঁছে দেওয়ার ঘোষণা করা হলেও এখনো কোনো অর্থ হাতে পান নি রাজ্যের ক্ষতিগ্রস্থ কৃষকেরা। সরকার তাদের পাশে দাঁড়ায়নি বলে অভিযোগ তুলেছেন পবিত্র কর।
সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিলেন অমরপুরবাসী। পাশাপাশি উদয়পুর, সোনামুড়া সহ দক্ষিণ জেলার ক্ষতিগ্রস্ত এলাকার অবস্থাও তুলে ধরেন তিনি।
তিনি আরো বলেন, বেশ কিছু ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে কথা বলে জানা যায় সরকারি কোনো সাহায্য এখনো পান নি সেই পরিবারগুলো। রাজ্যের প্রায় আড়াই লক্ষ কৃষক বন্যার কারণে বিপুল ক্ষতির সম্মুখীন হয়েছিলেন বলে জানান তিনি।
সম্মেলনে সরকারের এই কৃষকদের এই ক্ষতিপূরণের অর্থ কবে রাজ্যের ক্ষতিগ্রস্থদের হাতে পৌঁছবে এই প্রশ্ন তুলেন তিনি। পাশাপাশি এ নিয়ে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার উদ্দেশ্যে কৃষক সভার পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন পবিত্র কর।