নয়াদিল্লি, ২ নভেম্বর (হি.স.): অতিরিক্ত ভিড় সামাল দিতে ও যাত্রীদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে একগুচ্ছ বিশেষ ট্রেন চালাচ্ছে ভারতীয় রেল। বিশেষ এই ট্রেন পরিষেবার কারণেই দীপাবলিতে সেভাবে সমস্যার মধ্যে পড়তে হয়নি যাত্রীদের। একইভাবে ছট পুজো উপলক্ষ্যেও চালানো হচ্ছে বিশেষ ট্রেন। রেলের এই উদ্যোগে খুশি ব্যক্ত করেছেন রেল যাত্রীরা।
প্রসঙ্গত, গত বছরের তুলনায় এই বছর উৎসবের মরশুমে চালানো হচ্ছে অনেক বেশি ট্রেন। ছট উৎসবকে সামনে রেখে যাত্রীদের সুবিধার্থে উত্তর রেলওয়ে বিশেষ ট্রেন পরিচালনা করছে। বিশেষ ট্রেনগুলি জাতীয় রাজধানীতে আনন্দ বিহার, নয়াদিল্লি এবং নিজামুদ্দিন রেলওয়ে স্টেশন থেকে পরিচালনা করা হচ্ছে।
যাত্রীরা রেলের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। অনেক যাত্রী ভারতীয় রেল ও রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে ধন্যবাদ জানিয়েছেন। কেউ কেউ আবার ট্রেনের বগি সংখ্যা বাড়ানোর দাবিও জানিয়েছেন। সবমিলিয়ে উৎসবের মরশুমে এবার রেল পরিষেবার খুশি যাত্রীরা।