BRAKING NEWS

মালবাহী ট্রেন লাইনচ্যুত, আগরতলাগামী দূরপাল্লার ট্রেন বাতিল

আহরতলা, ১ নভেম্বর: আসামের মালিগাঁওয়ের লামডিং-বদরপুর পার্বত্য শাখায় একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার আগরতলাগামী দূরপাল্লা ট্রেন বাতিল করা হয়েছে। তাছাড়া,  মালগাড়ি লাইনচ্যুত হওয়ার ফলে একাধিক ট্রেন বাতিল এবং আংশিকবাতিল করা হয়েছে। 

উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের তরফ থেকে বিবৃতিতে জানিয়েছে, আগামীকাল প্রায় ৪ ঘটিকায় লামডিং – বদরপুর হিল সেকশনে খাদ্যশস্য বহনকারী একটি বোঝাই পণ্যবাহী ট্রেনের একটি ওয়াগন ২নং টানেলের ভিতরে লাইনচ্যুত হয়েছে। মেরামত ও সংস্কার কাজ চলছে। লামডিং ডিভিশনের ঊর্ধ্বতন রেলওয়ে কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁচ্ছেছেন।মেরামতির কাজ চলছে। শিগগিরই স্বাভাবিক চলাচল স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে। 

লাইনচ্যুত হওয়ার কারণে ট্রেন নম্বর ০৫৬২৭ (গুয়াহাটি-আগরতলা), ট্রেন নং ০৫৬৯৭ (নিউ জলপাইগুড়ি – গুয়াহাটি), ট্রেন নম্বর ১৫৬১৭ (গুয়াহাটি-দুলবচেড়া), ট্রেন নং ১৫৬১১ ( রাঙিয়া -শিলচর), ট্রেন নং ১৫৬১২ (শিলচর-রাঙিয়া ), ট্রেন নং ১৫৬১৫ (গুয়াহাটি-শিলচর), ট্রেন নং ১৫৬১৬ (শিলচর-গুয়াহাটি), ট্রেন নং ১৪৬১৯ (আগরতলা ফিরোজপুর ক্যান্ট।) ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস, ট্রেন নং ০৭০২৯ (আগরতলা-সেকেন্দ্রাবাদ), ট্রেন নং ১৩১৭৬ (শিলচর -শিয়ালদহ), ট্রেন নং ১৫৮৮৮ (গুয়াহাটি-বদরপুর ), ট্রেন নং ১৫৮৮৭ (বদরপুর-গুয়াহাটি) এবং ট্রেন নং ১২৫০৮ (শিলচর-তিরুবনন্তপুরম সেন্ট্রাল )বাতিল করা হয়েছে।তাছাড়া, ২৯ অক্টোবর থেকে শুরু হওয়া ট্রেন নম্বর ১২৫০৪ (বেঙ্গালুরু – আগরতলা) হামসাফার এক্সপ্রেসটি গুয়াহাটিতে সংক্ষিপ্তভাবে শেষ হবে এবং গুয়াহাটি এবং আগরতলার মধ্যে আংশিকভাবে বাতিল থাকবে। তেমনি, ৩১ অক্টোবর থেকে শুরু হওয়া  ট্রেন নং ১৩১৭৪ (শিয়ালদহ-সাব্রুম) কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস লামডিং-এ সংক্ষিপ্তভাবে বন্ধ হবে এবং লামডিং এবং সাব্রুমের মধ্যে আংশিকভাবে বাতিল থাকবে। তেমনি, ৩০ অক্টোবর থেকে শুরু হওয়া ট্রেন নং ২০৫০২ (আনন্দ বিহার টার্মিনাল-আগরতলা) তেজস রাজধানী এক্সপ্রেস গুয়াহাটিতে সংক্ষিপ্তভাবে শেষ হবে এবং গুয়াহাটি এবং আগরতলার মধ্যে আংশিকভাবে বাতিল থাকবে।

তাছাড়া, ৩১ অক্টোবর শিলচর থেকে তিরুবনন্তপুরম উদ্দেশ্যে যাত্রাবাহী ১২৫০৮ নম্বরের ট্রেন যাত্রা পুর্ননির্ধারণ করে আজ দুপুর ১টা ৩০ মিনিটে করা হয়েছে। তেমনি, ০৭০২৯ (আগরতলা-সেকেন্দ্রাবাদ) ট্রেন আজ দুপুর ১২টা ২০ মিনিটে পুনরায় নির্ধারিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *