কেভাড়িয়া, ৩১ অক্টোবর (হি.স.): বিগত ১০ বছর ভারতের একতা ও অখণ্ডতার জন্য অভূতপূর্ব অর্জনে পরিপূর্ণ ছিল। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, “জাতীয় ঐক্যের প্রতি প্রতিশ্রুতি প্রতিটি কাজে, সরকারের প্রতিটি মিশনে দৃশ্যমান। সত্যিকারের ভারতীয় হিসাবে, জাতীয় ঐক্যের প্রতি সমস্ত প্রচেষ্টাকে উদ্যম ও শক্তির সাথে উদযাপন করা আমাদের কর্তব্য, নতুন সংকল্প, আশা এবং উন্মাদনাকে শক্তিশালী করা। এটাই আসল উদযাপন। ভারতের ভাষাকে প্রচার করে আমরা ঐক্যের বন্ধনকে দৃঢ় করি। নতুন শিক্ষানীতি একটি উজ্জ্বল দৃষ্টান্ত, যা দেশ গর্বিতভাবে গ্রহণ করেছে।”বৃহস্পতিবার সকালে গুজরাটের কেভাড়িয়ায় রাষ্ট্রীয় একতা দিবসের বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেছেন, “এবার রাষ্ট্রীয় একতা দিবস নিয়ে এসেছে বিস্ময়কর কাকতালীয় ঘটনা। একদিকে আমরা একতার উৎসব পালন করছি, অন্যদিকে দীপাবলির উৎসবও। দীপাবলি প্রদীপের মাধ্যমে সমগ্র দেশকে সংযুক্ত করে, সমগ্র দেশকে আলোকিত করে এবং এখন দীপাবলির উৎসব ভারতকে বিশ্বের সাথে সংযুক্ত করছে। এটি অনেক দেশে জাতীয় উৎসব হিসেবে পালিত হচ্ছে। আমি দেশ ও বিশ্বে বসবাসকারী সমস্ত ভারতীয় এবং ভারতের শুভাকাঙ্ক্ষীদের দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা জানাই।”