কলকাতা, ৩১ অক্টোবর (হি.স.): চম্পাহাটি হোক অথবা মহেশতলা, সর্বত্রই শুধু সবুজ বাজি বিক্রিতেই রয়েছে অনুমতি। তাও কলকাতা-সহ রাজ্যের প্রায় সর্বত্রই লুকিয়ে দেদার বিকোচ্ছে নিষিদ্ধ শব্দবাজি। উল্টোডাঙা বাজারেও বিক্রি হতে দেখা গেল নিষিদ্ধ শব্দবাজি। প্রকাশ্যেই বিক্রি হচ্ছে তুবড়ি, চরকি থেকে শুরু করে নিষিদ্ধ শব্দবাজি।শুধু উল্টোডাঙা নয়, বেলেঘাটা, কসবা, যোধপুর পার্ক, যাদবপুর, বেহালা, গড়িয়া, নারকেলডাঙা, চাঁদনি চক— সর্বত্রই খোলা বাজারে দেদার বিকোচ্ছে নিষিদ্ধ বাজি। স্বাভাবিকভাবে পুলিশ ও প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। তবে, প্রশাসন অভিযোগ মানতে নারাজ। দাবি করা হয়েছে, গত এক সপ্তাহে প্রায় ৩৯৩৪ কেজি নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত করা হয়েছে।