কেভাড়িয়া, ৩১ অক্টোবর (হি.স.): জন্মজয়ন্তীতে সর্দার বল্লভভাই প্যাটেলকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার সকালে গুজরাটের কেভাড়িয়ায় সর্দার প্যাটেলের মূর্তিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি কেভাড়িয়ার প্যারেড গ্রাউন্ডে একতা দিবসের প্যারেডে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একতার শপথও নেন প্রধানমন্ত্রী। বিভিন্ন বাহিনীর কুচকাওয়াজ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। ভারতীয় বিমান বাহিনীর সূর্যকিরণ অ্যারোবেটিক দলের একটি এয়ার শো প্রত্যক্ষ করেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী মোদী এদিন বলেছেন, “সর্দার প্যাটেলের শক্তিশালী কন্ঠস্বর, স্ট্যাচু অফ ইউনিটির কাছে এই জমকালো অনুষ্ঠান, একতা নগরের এই মনোরম দৃশ্য এবং এখানে চমৎকার পারফরম্যান্স, মিনি ইন্ডিয়ার এই ঝলক, সবকিছুই এত আশ্চর্যজনক, এত অনুপ্রেরণাদায়ক। ঠিক ১৫ আগস্ট এবং ২৬ জানুয়ারির মতো এই অনুষ্ঠানটি ৩১ অক্টোবর সমগ্র দেশকে নতুন শক্তিতে ভরিয়ে দেয়, আমি সকল দেশবাসীকে জানাই জাতীয় ঐক্য দিবসের শুভেচ্ছা।”