আগরতলা, ৩১ অক্টোবর: প্রত্যেক বছরের ন্যায় এ বছরও লিচুবাগানস্থিত নতুন পল্লী রক্ষাকালী মন্দির কমিটির উদ্যোগে শ্যামা মায়ের পুজো আয়োজন করা হয়েছে।
জানা গিয়েছে, এ বছর ভিন্ন ধরনের চিন্তাভাবনা নিয়ে করছে নতুন পল্লী রক্ষাকালি মন্দির কমিটি। এবছর কমিটির সদস্যরা কালী মায়ের সাতটি রূপ বিভিন্নভাবে ফুটিয়ে তুলেছেন। ২০২২ সালেও মায়ের ৫১ টি রূপ ফুটিয়ে তুলেছিলেন তাঁরা। তখনও প্রচুর পরিমাণে দর্শণার্থীর ভিড় ছিলেন নতুন পল্লী এলাকায়। এবছর শ্যামা মায়ের সাতটি বিভিন্ন রূপ ফুটিয়ে তুলেছেন তাঁরা। তাঁরা আশা প্রকাশ করেন এ বছরও রাজ্যের বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা ভিড় হবে্ ।