BRAKING NEWS

নাদিয়ালে ওসি-র মহিলা এসআইয়ের বচসার জেরে হইচই

কলকাতা, ৩১ অক্টোবর (হি.স.): থানার ব্যারাকের ঘর ছাড়াকে কেন্দ্র করে অফিসার ইনচার্জের সঙ্গে এক মহিলা এসআইয়ের বচসার জেরে ওসি’র বিরুদ্ধে থানার সামনেই ধরনায় বসেন ওই মহিলা সাব-ইনস্পেক্টর।মহিলা এসআই নাকি থানায় এসে ঘুমিয়ে থাকেন৷ এই অজুহাতে কালীপুজোর দিন তাঁর ব্যারাক পরিবর্তন করে দেওয়া হয় বলে অভিযোগ৷ যদিও ওসি-র দাবি, ওই ব্যারাকে নতুন আসা মহিলা পুলিশকর্মীকে থাকতে দেওয়ায় আপত্তি জানান এসআই। যে আপত্তি জানানোর এক্তিয়ার নেই এসআইয়ের। 

পরে মহিলা এসআইকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যেতে চাইলে পুলিশকে আটকে রেখে বিক্ষোভ দেখান সেখানকার বাসিন্দারা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনাটি ঘটেছে কলকাতা পুলিশের এলাকাধীন নাদিয়াল থানায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় দেড় বছর ধরে নাদিয়াল থানায় থাকেন ওই মহিলা সাব-ইনস্পেক্টর৷ আচমকাই বৃহস্পতিবার তাঁর ব্যারাক পরিবর্তন করে দেওয়া হয়৷ ডিউটি সেরে ব্যারাকে এসে তিনি দেখেন, তাঁর আসবাবপত্র সমস্ত কিছু বাইরে সরিয়ে দেওয়া হয়েছে। 

এরপরই নাদিয়াল থানার ওসি’র ঘরে গিয়ে তিনি গোটা বিষয়টি জানতে চান৷ মহিলা এসআইয়ের অভিযোগ, সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জের ঘরে গেলে তিনি তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন। বলা হয়, সাব-ইনস্পেক্টর থানায় এসে ঘুমিয়ে থাকেন৷ তিনি থানার কোনও কাজ করেন না।

মহিলা এসআইয়ের দাবি, ওসি তাঁকে বলেন যে, “এটি থানার ব্যারাক, আপনার ঘর নয়।” ওই মহিলা সাব ইনস্পেক্টরের অভিযোগ, নাদিয়াল থানায় ১০ জন কনস্টেবল নতুন নিয়োগ হয়েছে। তাঁকে ওই ব্যারাক থেকে সরিয়ে ওই দশজন কনস্টেবলের ওই ব্যারাকে থাকার বন্দোবস্ত করেছেন থানার অফিসার ইনচার্জ। এরপরই সংশ্লিষ্ট থানার ওসি’র সঙ্গে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েন ওই মহিলা সাব ইনস্পেক্টর।

পুলিশ সূত্রে খবর, কথা কাটাকাটি হওয়ার পর ওই সাব-ইনস্পেক্টর থানার মূল দরজার বাইরে ধরনায় বসে পড়েন। দীর্ঘক্ষণ ধরে এসআই থানার বাইরে বসে থাকার ফলে সংশ্লিষ্ট থানার তরফ থেকে যোগাযোগ করা হয় লালবাজার এবং ডিসি (বন্দর)এর সঙ্গে। 

এরপরেই ওই মহিলা সাব ইনস্পেক্টরকে জোর করে পুলিশের গাড়িতে তুলে অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ৷ আচমকাই তিনি চিৎকার চেঁচামেচি শুরু করেন। তাঁর চিৎকার চেঁচামেচি শুনে এলাকার লোকজন সেখানে জড়ো হয়ে যান৷ কার্যত অফিসার ইনচার্জের গাড়ি আটকে বিক্ষোভ দেখান কিছু এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *