হাফলং (অসম), ৩১ অক্টোবর (হি.স.) : ডিমা হাসাও জেলার অন্তর্গত উমরাংসোর ২৬ কিলো এলাকার নবদি লংকুক্রো গ্রামের বাসিন্দাদের লক্ষ্য করে গুলি চালনার অভিযোগে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের কার্যনির্বাহী সদস্য (ইএম) মনজিৎ নাইডিঙের বিরুদ্ধে এজাহার দাখিল করেছেন গ্রামের তিন যুবক। নবদি লংকুক্রো গ্রামের সনেশ হোজাই, সমরজিৎ নুনিসা এবং সুবজয়নন জিডুং আজ বৃহস্পতিবার মনজিৎ নাইডিঙের বিরুদ্ধে এজাহার দাখিল করেছেন।
উল্লেখ্য, গতকাল বুধবার বেলা দুটা নাগাদ উমরাংসোর ২৬ কিলো এলাকার নবদি লংকুক্রো গ্রামে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের কার্যনির্বাহী সদস্য মনজিৎ নাইডিং এবং তাঁর সাঙ্গোপাঙ্গরা জেপি লক্ষ্মী সিমেন্ট উদ্যোগ স্থাপন সহ মাইনিঙের জন্য রাস্তা নির্মাণের কাজ শুরু করেন। এতে গ্রামবাসীরা বাধা দিলে মনজিৎ নাইডিং ও তাঁর সাঙ্গোপাঙ্গরা গ্রামবাসীদের প্রচণ্ড মারপিট করেন। মারপিট করে ক্ষান্ত না থেকে এক সময় তাঁরা গ্রামবাসীদের লক্ষ্য গুলি চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
জেপি লক্ষ্মী সিমেন্ট উদ্যোগ স্থাপনের জন্য উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদ নবদি লংকুক্রো গ্রামের জমি বণ্টন করেছে। এ নিয়ে গুয়াহাটি উচ্চ আদালতে একটি পিআইএল দাখিল করেছিলেন গ্রামবাসীরা। এখন এই মামলার শুনানি গ্রহণ করেনি উচ্চ আদালত। এরই মধ্যে বুধবার লংকুক্রো গ্রামে গিয়ে মাইনিঙের জন্য রাস্তা নির্মাণের কাজ শুরু করে দিয়েছেন মনজিৎ নাইডিং। গ্রামবাসীরা এতে বাধা দিলে তাঁদের ওপর চড়াও হয়ে নিজের পিএসওর বন্দুক নিয়ে গ্রামবাসীদের লক্ষ্য করে মনজিৎ নাইডিং গুলি চালিয়েছেন, এই অভিযোগ তুলে আজ হাফলং সদর থানায় এক এজাহার দাখিল করেছেন ওই তিন যুবক।
এদিকে এজাহার দাখিল করে তিন যুবক থানা থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের বলেন, বুধবার মনজিৎ নাইডিং তাঁর সাঙ্গোপাঙ্গদের নিয়ে গ্রামে হাজির হয়ে রাস্তা নির্মাণের কাজ শুরু করলে জনৈক সনেশ হোজাই, সমরজিৎ নুনিসা এবং সুবজয়নন জিডুং সেখানে যান। তখন মনজিৎ নাইডিং নাকি তাঁদের প্রশ্ন করেন, কার নির্দেশে তাঁরা এখানে এসেছেন, এই বলে তাঁদের দিকে বন্দুক তাক করে ওই তিন যুবককে মনজিৎ নাইডিং তার পিএসও হেমন্ত থাওসেন, বনবিভাগের রেঞ্জার ধনমাই থাওসেন প্রচণ্ড মারধর করেন এবং তাঁদের মেরে ফেলে মাটিতে পুঁতে ফেলে দেবেন বলে হুমকি দিয়েছেন। কেবল তা-ই নয়, মনজিৎ নাইডিং তাঁর পিএসওর বন্দুক নিয়ে এক যুবককে লক্ষ্য করে গুলিও করেন। কিন্তু গুলি ছোঁড়ার সময় ওই যুবক সরে যাওয়ায় তাঁর প্রাণ রক্ষা পেয়ছে বলে জানিয়েছেন ওই তিন যুবক।
তাঁরা আরও বলেন, তাঁদের মধ্যে এক যুবকের দিদির বুকে বন্দুকের নল ঠেকিয়ে তাঁকে মারপিট করার পাশাপাশি তাঁর বাবাকে মারপিট করেছেন মনজিৎ নাইডিং। তাছাড়া আগামী এক মাসের মধ্যে সিমেন্ট উদ্যোগের জন্য জমি ছেড়ে না দিলে ওই তিন যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যা করার হুমকি প্রদান করে মনজিৎ নাইডিং তাঁদের মোবাইল ফোন ও জরুরি কিছু কাগজ নিয়ে গিয়েছেন বলে অভিযোগ করে তিন যুবক বলেন, আগামীতে যদি তাঁদের বা তাঁদের পরিবারের সঙ্গে কোনও ধরনের ঘটনা সংগঠিত হয়, তা-হলে এর জন্য সম্পূর্ণ দায়ী থাকবেন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের কার্যনির্বাহী সদস্য মনজিৎ নাইডিং।ওই তিন যুবক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, বর্তমানে তাঁরা প্রাণহানির আশঙ্কায় ভুগছেন বলেও এজাহারে উল্লেখ করেছেন।