BRAKING NEWS

সকলকেই বাস্তবতা মেনে নিতে হবে, জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল : মনোজ সিনহা 

শ্রীনগর, ৩১ অক্টোবর (হি.স.): জম্মু ও কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহা বৃহস্পতিবার বলেছেন যে “সবাইকে বাস্তবতা মেনে নিতে হবে যে জম্মু ও কাশ্মীর একটি কেন্দ্রশাসিত অঞ্চল। বৃহস্পতিবার ছিল জম্মু ও কাশ্মীরের কেন্দ্রশাসিত অঞ্চল হওয়ার পঞ্চমতম বার্ষিকী। মনোজ সিনহা বলেছেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রতিশ্রুতি অনুযায়ী বিষয়গুলি এমন ছিল যে, প্রথমে সীমাবদ্ধতা, তারপরে বিধানসভা নির্বাচন, এবং তারপরে উপযুক্ত সময়ে রাজ্যের মর্যাদা। বর্তমানে জম্মু ও কাশ্মীর একটি কেন্দ্রশাসিত অঞ্চল এবং প্রত্যেককে এই বাস্তবতা মেনে নিতে হবে। জম্মু ও কাশ্মীর আবার রাজ্যে পরিণত হলে আমরাও সেই দিনটি উদযাপন করব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *