মন্দারমনি, ৩১ অক্টোবর (হি.স.) : কালীপুজো উপলক্ষে বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলার মান্দারমণি কোষ্টাল থানার উদ্যোগে সার্বজনীন শ্যামা পুজো কমিটির ব্যবস্থাপনায় এক বড়ো মাপের সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মান্দারমণি কোষ্টাল থানার ওসি অরিজিৎ চ্যাটার্জি জানিয়েছেন, স্থানীয় উপকূল এলাকার প্রায় কয়েকশো দুঃস্থ মানুষদের বস্ত্র বিতরণ করা হয়। পাশাপাশি বৃদ্ধাশ্রমের আবাসিকদেরও শীত বস্ত্র তুলে দেওয়া হয়েছে। তবে সামাজিক দায়বদ্ধতা থেকে এলাকার মানুষের পাশে দাঁড়াতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। চারদিন ধরে চলবে নানান সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার ডিএসপি ডিএনটি আবানুর হোসেন, কাঁথির সিআই শুদ্ধাসত্ব দাস, কালিন্দী গ্রাম পঞ্চায়েতের প্রধান রুকসানা পারভিন, উৎসব কমিটির সভাপতি ও মীনমিত্র মীর মমরেজ আলি, সহ-সম্পাদক মুস্তাক আলি খাঁন, ফরিদপুর বিবেকানন্দ লোকশিক্ষা নিকেতনের হোম সুপার মৌমিতা প্রধান- সহ বিশিষ্টজনেরা। কিন্তু বৃদ্ধাশ্রমের আবাসিকরা শীতবস্ত্র পেয়ে খুবই আপ্লুত।