BRAKING NEWS

তাওয়াং-এ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথের হাতে উদ্বোধিত ‘দেশ কা বল্লভ’ মূর্তি এবং মেজর রালেংনাও বব খাথিং-এর নামে উৎসর্গীকৃত জাদুঘর

ইটানগর, ৩১ অক্টোবর (হি.স.) : অরুণাচল প্রদেশের তাওয়াং-এ দুটি গুরুত্বপূর্ণ স্মারকের উদ্বোধন করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। স্মারক দুটি যথাক্রমে সরদর বল্লভভাই প্যাটেলের ‘দেশ কা বল্লভ’ নামের পূর্ণায়ব মূর্তি এবং মেজর রালেংনাও ‘বব’ খাথিং মিউজিয়াম অব ভ্যালোর। খারাপ আবহাওয়ার জন্য প্রতিরক্ষা মন্ত্রী তাওয়াং-এ ব্যক্তিগতভাবে উপস্থিত হতে পারেননি। তাই অসমের তেজপুরে অবস্থিত ভারতীয় বায়ুসেনার ৪ কর্পস হেডকোয়ার্টার থেকে ভার্চুয়ালি ওই দুটি স্মারকের উদ্বোধন করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।

লৌহমানব সরদার প্যাটেলের জন্মবার্ষিকী এবং দীপাবলি ও জাতীয় একতা দিবস উপলক্ষ্যে দ্বৈতভাবে আজ বৃহস্পতিবার এগুলি উদ্বোধন করেছেন প্রতিরক্ষা মন্ত্রী। এ উপলক্ষ্যে আয়োজিত ভার্চুয়াল পদ্ধতিতে মন্ত্রী রাজনাথ সিং ভারত এবং চিনের মধ্যে সাম্প্রতিক উন্নত সম্পর্ক বিষয়ে এবং এলএসি বরাবর কিছু এলাকায় স্থল পরিস্থিতি পুনরুদ্ধারের অগ্রগতির তথ্য তুলে ধরে বক্তব্য পেশ করেছেন। তিনি বলেন, আমরা চেষ্টা করছি এই বিষয়টি অগ্রাধিকারের ভিত্তিতে প্রাধান্য দিয়ে উত্তেজনার অবসান ঘটানো। তবে এর জন্য আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

তাওয়াংকে ভারতের সঙ্গে একীভূত করতে এবং সশস্ত্র সীমা বল ও নাগা রেজিমেন্ট সহ মূল নিরাপত্তা কাঠামো প্রতিষ্ঠায় মেজর বব খাথিংয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেছেন প্রতিরক্ষা মন্ত্রী। তাঁর উত্তরসূরীকে সম্মান জানাতে নতুন জাদুঘরটি আজ উদ্বোধন করা হয়েছে বলে প্রদত্ত বক্তব্যে বলেছেন রাজনাথ।প্ৰস্তাবিত বিভিন্ন নতুন অবকাঠামো প্রকল্প সম্পৰ্কে জানাতে গিয়ে প্ৰতিরক্ষা মন্ত্রী বিশেষ করে ২,০০০ কিলোমিটার অরুণাচল ফ্রন্টিয়ার হাইওয়ের তথ্য বর্ণনা করেছেন। বলেন, এই প্রকল্প এতদঞ্চলের জন্য একটি কৌশলগত সম্পদ। তিনি অসম এবং তাওয়াংকে সংযোগকারী সেলা টানেলে সীমান্ত সড়ক সংস্থার কাজের প্রশংসা করেছেন।

তাওয়াঙের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অরুণাচল প্রদেশের রাজ্যপাল লেফটেন্যান্ট জেনারেল কেটি পারনাইক (অবসরপ্রাপ্ত), কেন্দ্রীয় সংসদীয় পরিক্রমা মন্ত্রী কিরেন রিজিজু, অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী কিরেন রিজিজু, মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং, রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী চাওনা মেইন, শহিদ মেজর বব খাথিংয়ের পরিবারবৰ্গ এবং সিনিয়র সামরিক কর্মকর্তারা। 

এদিকে তেজপুরে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিঙের সঙ্গে ছিলেন সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, জেনারেল অফিসার কমান্ডিং-ইন-চিফ (ইস্টার্ন কমান্ড) লেফটেন্যান্ট জেনারেল আরসি তিওয়ারি, জিওসি ৪ কর্পস লেফটেন্যান্ট জেনারেল গম্ভীর সিং এবং অন্যান্য ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা।

এখানে উল্লেখ করা যেতে পারে, গতকাল বুধবার খারাপ আবহাওয়ার দরুন অরুণাচল প্রদেশ সফর বাতিল করতে হয়েছিল প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিঙের। অ্যাডভান্সড ল্যান্ডিং গ্রাউন্ডে কার রেলির ফ্ল্যাগ-ডাউন করার কথা ছিল তাঁর। কিন্তু তাঁর সফর বাতিল হয়ে যাওয়ায় গতকালই উপ-মুখ্যমন্ত্ৰী চাওনা মেইন সহ সেনা আধিকারিক ও জওয়ানদের সঙ্গে নিয়ে প্রতিরক্ষা মন্ত্রীর বদলে রাজ্যের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু কার রেলির ফ্ল্যাগ-ডাউন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *