জয়সলমীর, ৩১ অক্টোবর (হি. স.) : দিওয়ালি উপলক্ষ্যে রাজস্থানের জয়সালমিরে ভারত-পাকিস্তান সীমান্তে নিরাপত্তা বাহিনীর জওয়ানরা বৃহস্পতিবার প্রদীপ এবং মোমবাতি দিয়ে সীমান্ত আলোকিত করেছে। রাজস্থান ফ্রন্টিয়ারের অধীন মরুভূমি এলাকায় মোতায়েন বিএসএফ জওয়ানরা কঠিন ভৌগোলিক পরিস্থিতিতেও দেশবাসীকে ঐক্য ও নিরাপত্তার বার্তা দিয়ে দীপোৎসব উদযাপন করেছে। সীমান্তের জওয়ানরা প্রদীপ জ্বালিয়ে মিষ্টি বিতরণ করে এবং সমস্ত দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানায়। মহিলা জওয়ানরা রঙ্গোলি তৈরি করে, যা সীমান্তে দীপাবলির পরিবেশকে আরও আনন্দময় করে তুলেছিল। এই উপলক্ষে বিএসএফ সকল দেশবাসীকে নির্বিঘ্নে উৎসব পালনের বার্তা দেয় এবং আশ্বস্ত করে যে, দেশের সীমান্ত রক্ষায় সীমান্ত নিরাপত্তা বাহিনী সর্বদা প্রস্তুত ও সজাগ রয়েছে।