BRAKING NEWS

আলোর উৎসবে আনন্দোচ্ছ্বস কাছাড় ও করিমগঞ্জের ভারত-বাংলাদেশ সীমান্তে কৰ্তব্যরত বিএসএফ জওয়ানদের

করিমগঞ্জ (অসম), ৩১ অক্টোবর (হি.স.) : আলোর উৎসবে আনন্দে মেতে উঠলেন কাছাড় ও করিমগঞ্জের ভারত-বাংলাদেশ সীমান্তে দায়িত্বপ্ৰাপ্ত তথা কৰ্তব্যরত বিএসএফ জওয়ানরা। যাঁরা দীপাবলিতে স্বগৃহে যেতে পারেননি, তাঁরা কাঁটাতারের এ পাড়েই আতশবাজি জ্বালিয়ে আলোর উৎসব উদযাপন করেছেন। বাড়িতে যখন ঘর আলো করে দিয়া জ্বলছে, তখন কাঁটাতার আলোকিত হলো বিএসএফ জওয়ানদের জ্বালানো মোমবাতিতে। 

মিজোরাম-কাছাড় ফ্রন্টিয়ার, শিলচর সেক্টর, মাসিমপুর সহ করিমগঞ্জের দোহালিয়াস্থিত ব্যাটালিয়নের হেড কোয়ার্টার সমেত সীমান্ত এলাকার প্রতিটি চৌকিই আলোর রোশনাইয়ে সাজিয়ে তোলা হয়েছে। আধিকারিক থেকে জওয়ান, একে অপরকে মিষ্টি খাইয়েও শুভেচ্ছা বিনিময় করেছেন। মিষ্টিমুখের পর সীমান্তরক্ষায় শহিদ জওয়ানদের স্মরণে মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে। 

উৎসবে মেতে ওঠে একে অপরের মধ্যে খুশি ভাগ করে মোমবাতি জ্বালিয়ে ও আতশবাজি পুড়িয়ে আনন্দে মেতে ওঠেন সবাই। সীমান্তে কর্তব্যরত জওয়ান সহ তাঁদের পরিবারের সদস্যদের দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন ইন্সপেক্টর জেনারেল এসকে মিশ্র। 

মিজোরাম-কাছাড় ফ্রন্টিয়ারের শিলচর সেক্টরের জনৈক আধিকারিক বলেন, মাতৃভূমিকে রক্ষা করতে দিনরাত অতন্দ্র প্রহরীর কর্তব্য পালন করে থাকেন জওয়ানরা। আনন্দের দিনে পরিবার-পরিজনদের কথা মনে পড়লেও দেশ রক্ষার দায়িত্ব কাঁধে থাকায় উৎসবে শামিল হওয়া সম্ভব হয় না অনেকের। তাই উৎসব এলে ব্যাটালিয়নের সহকর্মীরাই হয়ে ওঠেন বল ভরসা। ফলস্বরূপ আনন্দ ভাগাভাগি করে নিতে হয় সহকর্মীদের মধ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *