আগরতলা, ৩১ অক্টোবর: ভিলেজ কমিটির নির্বাচনে বিজেপি, তিপ্রা মথা ও আইপিএফটি একত্রে লড়বে। আজ রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করে এমনটাই বললেনতিপরা মথার প্রাক্তন সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর দেববর্মন।
এদিন তিনি প্রথমে মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা এবং পরে রাজ্য নির্বাচন কমিশনের সাথে সাক্ষাৎ করে অতিসত্বর ভিলেজ কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত করার দাবী জানিয়েছেন। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ভিলেজ কমিটির নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে আজ মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা এবং রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করেন। তিপ্রাসাদের উন্নয়নের জন্য অতিসত্বর ভিলেজ কমিটি নির্বাচন হওয়া উচিত। পাশাপাশি, রাজ্যের ১৩টি ব্রু শরনার্থী ক্যাম্পের বসবাসকারীদের ভোটার তালিকাভুক্ত করার জন্য মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে চিঠি দিয়ে আবেদন জানিয়েছেন তিনি।
এদিন তিনি আরও বলেন, ভিলেজ কমিটির নির্বাচনে বিজেপি, তিপ্রা মথা ও আইপিএফটি একত্রে মিলে লড়াই করা উচিত। কারণ, একত্রে লড়াই করলে রাজ্যের উন্নয়ন সম্ভব হবে।