BRAKING NEWS

সরকারি কর্মচারী ও পেনশনার্সদের আর্থিক ভাবে বঞ্চনা করতে চায় না বিজেপি জোট সরকার : মুখ্যমন্ত্রী 

আগরতলা, ৩১ অক্টোবর: সরকারি কর্মচারী ও পেনশনার্সদের আর্থিক ভাবে বঞ্চনা করতে চায় না বিজেপি জোট সরকার। তাই ৫ শতাংশ মর্হাঘ ভাতা দেওয়া হয়েছে। আজ ৫ শতাংশ ডিএ নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডাঃ) মানিক সাহা।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, সরকারি কর্মচারীদের ৩ শতাংশ মহার্ঘ ভাতার ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় সরকার। অনেকেই ভেবেছিলেন ত্রিপুরা সরকারি কর্মচারীদের ৩ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়া হবে। কিন্তু রাজ্য সরকার ৫ শতাংশ মহার্ঘ ভাতার ঘোষণা দিয়েছে।

এদিন তিনি আরও বলেন, সরকারি কর্মচারী ও পেনশনার্সদের আর্থিক ভাবে বঞ্চনা করতে চায় না বিজেপি জোট সরকার। তাই বন্যায় আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হয়েও ৫ শতাংশ মহার্ঘ ভাতার দেওয়া হয়েছে। আগামীদিনে আরও মহার্ঘ ভাতার দেওয়ার চেষ্টা করা হবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *