কলকাতা, ৩১ অক্টোবর (হি. স.) : এই রাজ্যের ৫টি জেলায় ৬টি বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনে ১৯ জন রূপান্তরকামী এবার ভোটাধিকার প্রয়োগ করবেন। রাজ্য নির্বাচন আধিকারিকের দফতরের তরফে প্রাপ্ত এক প্রেস বিজ্ঞপ্তিতে তা জানা গিয়েছে। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১,৫৮৩টি। সবচেয়ে বেশি ভোটদাতা রয়েছে কোচবিহার জেলার (৬) – নম্বর সিতাই (তফসিলি জাতি) কেন্দ্রে। সর্বনিম্ন ভোটদাতার সংখ্যা (১০৪) – নম্বর নৈহাটি কেন্দ্রে। ওই কেন্দ্রে মহিলাদের চেয়ে পুরুষ ভোটার কম। বৈধ ভোটদাতার সংখ্যা – ১, ৯৩, ৮২৭ জন এবং ৮ জন ট্রান্সজেন্ডার রয়েছেন। অর্থাৎ মোট ১, ৯৩, ৮৩৫ জন। এর মধ্যেই ৯৬, ০৭৪ জন পুরুষ ও ৯৭, ৭৫৩ জন মহিলা ভোটদাতার নাম রয়েছে নির্বাচন কমিশনের তালিকায়। উত্তরবঙ্গের সিতাই কেন্দ্রে মোট ভোটদাতার সংখ্যা – ৩, ০৫, ৫৬৫ জন। তার মধ্যেই ১, ৫৮, ৪৭৪ জন পুরুষ ও ১, ৪৭, ০৯১ জন মহিলা ভোটার রয়েছেন। উল্লেখ্য, সিতাই ও তালডাংরা কেন্দ্রে এ পর্যন্ত নেই কোনও রূপান্তরকামী ভোটার। প্রসঙ্গত ৫ জেলার ৬ কেন্দ্রে মোট পুরুষ ভোটারের সংখ্যা – ৭, ৬৭, ৭০২ জন। মহিলা ভোটারদের সংখ্যা – ৭, ৫৪, ৩৩৫ জন। অর্থাৎ সর্বমোট ভোটার ১৫ লাখ ২২ হাজার ৩৭ জন এবং ১৯ জন ট্রান্সজেন্ডার রয়েছেন।