করিমগঞ্জ (অসম), ৩১ অক্টোবর (হি.স.) : চোদ্দপুরুষের বাতি দিতে ব্যতিক্রমী দৃশ্য দেখা গেছে করিমগঞ্জ শহরের বুকচিরে প্রবাহিত কুশিয়ারা নদীর বিসর্জনঘাটে। ঘাটের পার্শ্ববর্তী স্থান সহ টাউন কালীবাড়ি এলাকায় ভিড় উপচে পড়েছে। এদিকে সাধারণ মানুষের যাতে কোনও ধরনের অসুবিধার সৃষ্টি না হয় তার জন্য সবধরনের ব্যবস্থা রেখেছে পুরসভা। পর্যাপ্ত আলোর ব্যবস্থাও রাখা হয়েছে।
অন্যদিকে আলোর উৎসব দীপাবলি মানে করিমগঞ্জ শহরের কালী পুজো। গত কয়েক বছর ধরে টানা পাঁচ থেকে ছয় দিন ব্যাোপী উৎসব চলে সীমান্ত শহরে। শহরের বিগ বাজেটের পূজাগুলি দেখার জন্যে বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর দর্শনার্থী আসেন। অনেক মণ্ডপসজ্জায় আসেন বহিঃরাজ্যে্র শিল্পীরা। তাঁদের হাতে গড়ে উঠেছে শ্যা মা মায়ের পূজা মণ্ডপ।
এদিকে বুধবারই শহরের অধিকাংশ পুজো মণ্ডপের উদ্বোধন হয়ে গিয়েছে। এর পরই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে শ্যামা মা সহ পূজা মণ্ডপগুলির ছবি। প্রতি বছর শহরে শ্যা মা মায়ের পুজো দেখার জন্য ঢল নামে ভক্ত-জনতার। এ বছরও তার ব্যতিক্রম হচ্ছে না মোটেও। বুধবার থেকেই পুজো দেখতে দর্শনার্থীদের ঢল নামে শহরের বুকে।
শহরে আগামী তিনদিন জনস্রোতে যে হবে তা অনুমান ছিল আগে থেকেই। এবার প্রায় সবকয়টি কালীপুজোর বড়ো আয়োজন, তাই ভিড় হবে, এটা প্রত্যাশিতই ছিল। সে জন্য আগে থেকেই প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন মণ্ডপের কর্তাদের সঙ্গে বৈঠক করা হয়েছে যাতে ভিড় নিয়ন্ত্রণ করা যায়। আর এছাড়াও বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে জেলা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে।