বিকানের, ৩১ অক্টোবর (হি. স.): বর্ডার সিকিউরিটি ফোর্সের গোয়েন্দা শাখার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে,সীমান্তরক্ষী বাহিনীর ৯৬ তম ব্যাটালিয়নের জওয়ানরা ১৪ কোটি টাকার হেরোইন উদ্ধার করেছে।
৯৬ তম সীমান্তরক্ষী বর্ডারের ভারপ্রাপ্ত কমান্ডার রেশপাল সিং এবং গোয়েন্দা শাখার ডেপুটি কমান্ডার মহেশ চাঁদ জাট এবং তাদের দল দ্বারা কেওয়াইডি গ্রামে একটি তল্লাশি অভিযান চালানো হয় এবং তল্লাশি অভিযানের সময় ২.৫ কেজি মাদক উদ্ধার করা হয়। এই হেরোইন ড্রোনের মাধ্যমে পাকিস্তান পাঠিয়েছিল কিন্তু সীমান্ত নিরাপত্তা বাহিনীর সদস্যদের সতর্কতা পাচারকারীদের পরিকল্পনা নস্যাৎ করে দেয়। এরপর বিশ্বস্ত সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে তল্লাশি অভিযান চালিয়ে এক প্যাকেট হেরোইন উদ্ধার করা হয়। হেরোইনের ওজন আড়াই কেজি, আন্তর্জাতিক বাজারে যার দাম আনুমানিক ১৪ কোটি টাকা।