BRAKING NEWS

ভারতের প্রতি বিশ্বের দৃষ্টিভঙ্গি বদলে গিয়েছে : গজেন্দ্র সিং শেখাওয়াত 

অযোধ্যা, ৩০ অক্টোবর (হি.স.) : ভারতের প্রতি বিশ্বের দৃষ্টিভঙ্গি বদলে গিয়েছে। জোর দিয়ে বললেন কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। তিনি বলেছেন, ভারত যে গতিতে এগিয়েছে তাতে গোটা বিশ্ব তাকিয়ে আছে ভারতের দিকে। ভারতের জ্ঞান, ঐতিহ্য, যোগ, আয়ুর্বেদ, সংস্কৃতি এখন সারা বিশ্বে প্রতিষ্ঠিত হচ্ছে। গজেন্দ্র সিং শেখাওয়াত আরও বলেছেন, “ভগবান শ্রী রামের মন্দির প্রতিষ্ঠার পর ভারতের সৌভাগ্যের সূর্য আবার উদিত হচ্ছে। আজকের দীপোৎসব অবশ্যই আমাদের জন্য একটি সংকল্পের দিন যে আমরা এই দেশকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী, সমৃদ্ধ এবং সক্ষম দেশ হিসেবে গড়ে তুলব।” উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এদিন কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের উপস্থিতিতে পর্যটন অ্যাপ চালু করেন এবং অযোধ্যার মেয়রের লেখা বই প্রকাশ করেন। অযোধ্যায় দীপোৎসব অনুষ্ঠানে অংশ নিতে অযোধ্যায় এসেছেন শেখাওয়াত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *