ক্রীড়া প্রতিনিধি আগরতলা। পূর্বাঞ্চলীয় আন্তঃ বিশ্ববিদ্যালয় মহিলা ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে আজ, বুধবার মনিপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় দল। আগামী পয়লা নভেম্বর থেকে ৫ ই নভেম্বর অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। টুর্নামেন্টের ডি গ্রুপে রয়েছে ত্রিপুরা। ত্রিপুরার গ্রুপে রয়েছে। বিহারের এল এন মিথালী বিশ্ববিদ্যালয়, মহাত্মা গান্ধী কাশী বিদ্যাপীঠ, নাগাল্যান্ড বিশ্ববিদ্যালয়, ধন মঞ্জুরী বিশ্ববিদ্যালয়, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় ও জাতীয় স্পোর্টস বিশ্ববিদ্যালয়। নকআউট এই টুর্নামেন্টে ত্রিপুরা প্রথম ম্যাচ খেলবে মহাত্মা গান্ধী কাশি বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ৫ নভেম্বর। জাতীয় স্তরের এই টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় রূপশ্রী দেববর্মার নেতৃত্বে রাজ্য দল গঠন করে। দলের ফুটবলাররা হলো রূপশ্রী দেববর্মা (অধিনায়ক), অনুশি দেববর্মা ( সহ অধিনায়ক), সুরবালা কলই, সোনা লিম্বু, উরবিনা এলাঙ, অমলাবতী রিয়াং, জুনিকি মলসুম, প্রিয়া জমাতিয়া, সকচকতি রিয়াং, এলিশা রিয়াং, যমুনা রিয়াং, ক্রিস্টিনা মেসার, চিলেক লাংকাম, সুস্মিতা দাস, অঞ্জনা ত্রিপুরা, বাসন্তী রিয়াং, মৌসুমী ওরাঙ, লালুঙরাই ডার্লিং ও কাজলতি রিয়াং। দলের প্রশিক্ষক মধুমানিক লোধ ও ম্যানেজার সারিনা নেড্রাম।