নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ অক্টোবর: আগরতলায় উজ্জয়ন্ত প্রাসাদের সামনে বুধবার যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর এবং ত্রিপুরা স্টেট এনএসএস সেলের উদ্যোগে স্বচ্ছ ভারত অভিযান সংগঠিত করা হয়। স্বচ্ছ ভারত অভিযানের আনুষ্ঠানিক সূচনা করেন দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ।
যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর ও এিপুরা স্টেইট এন এস এস সেল এর উদ্যোগে স্বচ্ছ ভারত অভিযান এর আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা সত্য ব্রত নাথ সহ দপ্তরের আধিকারিকরা।
এদিন এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে যুব বিষয়ক ক্রিয়া দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ বলেন সামাজিক দায়িত্ববোধের অঙ্গ হিসেবেই এই সাফাই অভিযানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এন এস এস ইউনিট স্বচ্ছ ভারত অভিযান ছাড়াও নানা সামাজিক কর্মসূচির সঙ্গে যুক্ত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।