BRAKING NEWS

শ্বশুরবাড়িতে জামাতাকে পিটিয়ে খুন, স্ত্রী ও শ্বশুর সহ ধৃত তিন 

আগরতলা, ৩০ অক্টোবর : শ্বশুর বাড়িতে ডেকে নিয়ে জামাতাকে পরিকল্পিতভাবে খুনের অভিযোগ উঠেছে। ওই ঘটনায় পুলিশ স্ত্রী ও শ্বশুর সহ তিনজনকে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, আমতলী থানাধীন বাগমারা কলোনীর বাসিন্দা ঝুটন সরকার শ্বশুর বাড়িতে খুন হয়েছেন। 

মৃতের ভাই জানিয়েছেন, প্রায় ৮ বছর আগে মাম্পি সরকারের সাথে সামাজিক রীতিনীতি মেনে ঝুটনের বিয়ে হয়েছিল। তাঁদের একটি পুত্র সন্তান রয়েছে। সন্তান জন্মের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ শুরু হয়েছে। তাঁর অভিযোগ, গত রবিবার গভীর রাতে ঝুটনকে তাঁর ভায়রা-ভাই মনির দেবনাথ শ্বশুর বাড়িতে ডেকে নিয়ে যান। সেখানে তাঁকে বেধড়ক মারধর করে মাটিতে ফেলে রাখেন তাঁরা। খবর পেয়ে ছুটে গিয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছি। ওই ঘটনা পুলিশকে জানিয়েছি। 

মৃতের ভাই বলেন, গুরুতর আহত অবস্থায় ঝুটনকে প্রথমে হাঁপানিয়া ডা. বি আর আম্বেডকর হাসপাতালে নেওয়া হয়েছিল। কিন্তু তাঁর অবস্থা আশঙ্কাজনক দেখে চিকিৎসকরা তাঁকে জি বি হাসপাতালে স্থানান্তর করেন। আজ বুধবার ভোর পাঁচটা নাগাদ জি বি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। তিনি বলেন, ঝুটনের মৃত্যুর খবর শুনে আমতলী থানা খুনের মামলা রুজু করেছে। ওই মামলায় পুলিশ ঝুটনের স্ত্রী মাম্পি সরকার ও শ্বশুর অজয় সরকারকে গ্রেফতার করেছে। তাঁর ভায়রা-ভাই মনির দেবনাথকে আগেই পুলিশ গ্রেফতার করেছিল। 

ওই ঘটনায় আমতলী থানার ওসি সিতিকান্ত বর্ধন বলেন, ঝুটন সরকারকে মারধরের অভিযোগে গত ২৯ অক্টোবর মনির দেবনাথকে গ্রেফতার করা হয়েছিল। আজ তাঁর স্ত্রী ও শ্বশুরকে পুলিশ গ্রেফতার করেছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করে ওই ঘটনায় আরও কেউ যুক্ত পাওয়া গেলে সকলকেই গ্রেফতার করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *