BRAKING NEWS

ধর্মনগরে এইচআইভি অর্থাৎ এইডস বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৩০ অক্টোবর: বুধবার ধর্মনগরের বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবনে এইচআইভি অর্থাৎ এইডস বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়। বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা এই সেমিনারে যোগদান করে। উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, এসিস্ট্যান্ট পুলিশ সুপার জেরেমি ডার্লং, এডিশনাল জেলাশাসক বিপ্লব দাস, ধর্মনগর পুরপরিষদের চেয়ারম্যান মিতালী দাস সেন , উত্তর জেলা পরিষদের সভার নেত্রী অপর্ণা নাথ, মুখ্য স্বাস্থ্য অধিকারী উত্তর জেলার এবং জেলার বিশেষজ্ঞ ডাক্তাররা। উপস্থিত ছিলেন তথ্য সংস্কৃতি দপ্তরের সিনিয়র অফিসার দিলীপ দেববর্মা। অতীথিদের বক্তব্যে এইচআইভি এর ফল নিয়ে দীর্ঘ আলোচনা করা হয়।

বিশেষ করে ১৮ থেকে ৪০ বছর বয়স পর্যন্ত যুবক সম্প্রদায় ড্রাগসের প্রতি আসক্তি এই এইচআইভি সম্প্রসারণের কারণ হয়ে দাঁড়াচ্ছে বলে অতিথিদের বক্তব্যে উঠে আসে। তাছাড়া এসটিডি এই এইচ আই ভি সম্প্রসারণের কারণ বলে উল্লেখ করা হয়। দামছড়া, কাঞ্চনপুর এবং ধর্মনগরের সেই এলাকায় ড্রাগস বিরোধী অভিযানে পুলিশের সাফল্য আসলেও জনজাতিদের উপযুক্ত সচেতনতার অভাবে এইচআইভি স্থান করে নিচ্ছে।

এমনিতে এইচআইভি সংক্রামিত রোগ নয় কিন্তু ইঞ্জেকশনের মাধ্যমে বিভিন্ন নেশায় বা এসটিডির মাধ্যমে এই রোগ সংক্রামিত হচ্ছে। এ রোগ থেকে বাঁচার একমাত্র মাধ্যম হচ্ছে সচেতনতা। মানুষের মধ্যে যখন সচেতনতা বৃদ্ধি পাবে তখন এইচআইভি সংক্রমণের হাত কমতে থাকবে। তাই প্রতিটি সেমিনারে বিশাল অংশে মানুষের যোগদান আবশ্যক বলে অধ্যক্ষ উল্লেখ করেন। ছাত্র-ছাত্রীদের এ ব্যাপারে সচেতন হয়ে শিক্ষক শিক্ষিকার মাধ্যমে সঠিক পরামর্শ গ্রহণের জন্য উপদেশ দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *