শান্তিরবাজার, ৩০ অক্টোবর: অগ্নিকান্ডের হাত থেকে অল্পেতে রক্ষা পেয়েছে শান্তির বাজার মডেল দ্বাদশশ্রেনী বিদ্যালয়।
ঘটনার বিবরনে জানা গিয়েছে, আজ শান্তির বাজার দমকল বাহিনীর কর্মীর নিকট খবর আসে শান্তির বাজার মডেল দ্বাদশশ্রেনী বিদ্যালয়ে অগ্নিসংযোগ ঘটে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে শান্তির বাজার দমকল বাহিনীর কর্মীরা। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে। দমকলকর্মীরা সময়মতো ঘটনাস্থলে উপস্থিত না হলে বড়সড় দুর্ঘটনা ঘটে যেত বলে ধারণা এলাকাবাসীর। কিন্তু অগ্নিকান্ডের সুত্রপাত নিয়ে এখনো সঠিক কিছু জানা যায়নি।