আগরতলা, ৩০ অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আরও সশক্ত বানাতে আপামর জনগন ভারতীয় জনতা পার্টির সদস্য পদ গ্রহণ করতে চান। আজ প্রতাপগড় মন্ডলের ২৭ নম্বর ওয়ার্ডের অন্তর্গত সদস্যতা অভিযানে অংশগ্রহণ করে একথা বলেন সাংসদ বিপ্লব কুমার দেব।
এদিন শ্রীদেব বলেন, বিকশিত ভারত নির্মাণের উজ্জ্বল অংশীদারিত্ব স্বরূপ ভারতীয় জনতা পার্টির সদস্যতা অভিযানের অংশ হিসেবে সারা দেশের সাথে ত্রিপুরাতেও বড় মাত্রায় নাগরিকগন স্বতঃস্ফূর্ততার সাথে ভাজপা পরিবারের সদস্য হচ্ছেন l
এদিন তিনি আরও বলেন, এখন পর্যন্ত ১০ কোটির বেশি ভারতীয় জনতা পার্টির সদস্য পদ সম্পূর্ণ হয়েছে। ত্রিপুরাতে ৮ লক্ষ ২২ হাজার সদস্য সংগ্রহ হয়েছে। বুথ ভিত্তিক বিজেপি সদস্য পদ সংগ্রহ ক্ষেত্রে ত্রিপুরা ভারতবর্ষের মধ্যে প্রথম স্থানে হিসেবে রয়েছে। তাঁর কথায়, আমি সারা ভারতবর্ষ ঘুরেছি, আমি অনুভব করতে পারছি যে মানুষ ভারতীয় জনতা পার্টির সদস্যপদ গ্রহণ করতে চায়। কারণ, আপামর জনগণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আরও সশক্ত বানাতে চায়।