BRAKING NEWS

দীপাবলি উপলক্ষ্যে রামনগর ১২ নম্বর ওয়ার্ডের স্বাস্থ্য উদ্যোগে  শিবির ও বস্ত্র বিতরণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ অক্টোবর: রামনগর ১২ নম্বর ওয়ার্ডের এলাকাবাসীর উদ্যোগে কালী পুজো ও দীপাবলি উপলক্ষে ওই এলাকাসহ পার্শ্ববর্তী এলাকার জনসাধারণের জন্য বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় ও গরিব দুস্থদের মধ্যে  বস্ত্র দান করা হয়। 

রামনগর ১২ নম্বর ওয়ার্ড এলাকায় দীপাবলি উৎসব উপলক্ষে বুধবার স্থানীয় অঙ্গনওয়াড়ি স্কুল মাঠে এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। এদিন এলাকার বহু পরিবার স্বাস্থ্যপরিসেবার সুযোগ গ্রহণ করেন। রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করে এদিন বিনামূল্যে ওষুধপত্র তুলে দেওয়া হয়।

এছাড়া দুঃস্থদের মধ্যে দীপাবলি উৎসব উপলক্ষে বস্ত্র বিতরণ করা হয়। চিকিৎসা শিবির ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকার জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। উদ্যোক্তারা জানিয়েছেন সামাজিক কর্মসূচির অঙ্গ হিসেবে এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আগামী দিনেও তাদের এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে তারা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *