ক্রীড়া প্রতিনিধি আগরতলা। আগামী ১১ ই নভেম্বর থেকে ১৫ ই নভেম্বর নাগাল্যান্ড বিশ্ববিদ্যালয় অনুষ্ঠিত হতে চলেছে উত্তর-পূর্বাঞ্চলীয় ফুটবল টুর্নামেন্ট। আর এই টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় দল গঠনের লক্ষ্যে দুদিনের এক বিশেষ শিবিরের আয়োজন করে। শিবিরের রাজ্যের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে মোট ১১৪ জন ফুটবলার অংশগ্রহণ করে। বিশ্ববিদ্যালয় স্পোর্টস বোর্ড সিলেকশন কমিটি দল গঠন শিবিরে অংশগ্রহণকারী ফুটবলারদের মধ্যে ৩৪ জনকে নির্বাচিত করে বিশেষ প্রশিক্ষণের জন্য। আগামী পয়লা নভেম্বর থেকে কোচিং ক্যাম্প শুরু হবে ত্রিপুরা ইউনিভার্সিটি ক্যাম্পাস গ্রাউন্ডে। সময় খুবই কম এর মধ্যে থেকে টিম নির্বাচন করে সম্ভবত আগামী আট নভেম্বর ত্রিপুরা ইউনিভার্সিটি বয়েজ টিম নাগাল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেবে। এখানে উল্লেখ্য আগামী ডিসেম্বর মাসে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবার কথা ছিল। কিন্তু নাগাল্যান্ড বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানের জন্য টুর্নামেন্ট অনেকটা এগিয়ে আনতে হয়। এতে করে স্বাভাবিকভাবেই বিপাকে পড়ে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা। এরপরেও সূচি অনুযায়ী টুর্নামেন্টে অংশ নিতে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রেখেছে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়।