আগরতলা, ৩০ অক্টোবর: ত্রিপুরায় অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে উন্মুক্ত কাঁটাতারের বেড়ার নির্মাণ কাজ সম্পূর্ণ করার দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়ে আর্জি জানালোন সাংসদ বিপ্লব কুমার দেব।
এদিন চিঠিতে সাংসদ বিপ্লব কুমার দেব লিখেছেন, বাংলাদেশের সাথে ত্রিপুরার আন্তর্জাতিক সীমান্তের মোট দৈর্ঘ্য ৮৫৬ কিলোমিটার। যদিও সীমান্তের বেশিরভাগ অংশে বেড়া দেওয়ার কাজ হয়েছে। কিন্তু সীমান্তের ২৬.৬৪ কিলোমিটার অংশ উন্মুক্ত রয়েছে। ওই সমস্ত উন্মু্ক্ত অংশে নির্মাণ কাজ চলছে খুব ধীর গতিতে।
এদিন তিনি চিঠিতে আরও লিখেছেন, সংস্কারের অভাবে পুরানো সীমান্ত বেড়াটি জরাজীর্ণ ও মরিচা পড়া অবস্থায় রয়েছে। এখন বাংলাদেশের অস্থির পরিস্থিতিট কারণে উন্মুক্ত সীমান্ত দিয়ে ত্রিপুরায় অনুপ্রবেশের সম্ভাবনা রয়েছে। তাই তিনি স্বরাষ্ট মন্ত্রী অমিত শাহের কাছে উন্মুক্ত অংশে বেড়া দেওয়া এবং পুরানো সীমান্ত বেড়া সংস্কারের জন্য আর্জি জানিয়েছেন। যদিও ত্রিপুরায় অনুপ্রবপশ ঠেকাতে কেন্দ্রীয় সরকার সক্রিয় পদক্ষেপ নিয়েছে। কিন্তু সীমান্তের আরও নজরদারি বাড়াতে প্রয়োজনীয় ব্যবস্থার নেওয়ার আবেদন করেন তিনি।