আগরতলা, ৩০ অক্টোবর: ছিনাইহানি জওহর লাল নেহেরু বালিকা নিবাসে সময় কাটালেন মন্ত্রী রতন লাল নাথ। শিশুদের হাতে মাটির প্রদীপ , মিষ্টি তুলে দিয়েছেন। পাশাপাশি, দীপাবলীর শুভেচ্ছা জানিয়েছেন মন্ত্রী।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে সাড়া দিয়ে সারা দেশজুড়ে স্থানীয় পণ্যের প্রচারে চলছে “ভোকাল ফর লোকাল” কর্মসূচি। যার ফলে স্বশক্ত হচ্ছে স্থানীয় অর্থব্যবস্থা। এই কর্মসূচীকে বাস্তবায়ন করার লক্ষ্যে আলোর উৎসব দীপাবলির প্রাকমুহূর্তে বুধবার জওহর লাল নেহেরু বালিকা নিবাসে সময় কাটালেন মন্ত্রী রতন লাল নাথ।
তাদের হাতে মাটির প্রদীপ, প্রত্যেকটি পড়ার টেবিলের জন্য একটি করে ল্যাম্প সহ প্রয়োজনীয় বিভিন্ন জিনিস ও মিষ্টি তুলে দেন মেয়েদের হাতে এবং দীপাবলীর শুভেচ্ছা জানান।