BRAKING NEWS

শুষ্ক আবহাওয়া মহানগরীতে, দক্ষিণবঙ্গের তাপমাত্রা আপাতত ঊর্ধ্বমুখীই 

কলকাতা, ৩০ অক্টোবর (হি.স.): কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার আবহাওয়া আপাতত শুষ্কই থাকবে। দক্ষিণবঙ্গে এখনই তাপমাত্রার বিশেষ কোনও হেরফের হবে না। তাপমাত্রাও থাকবে ঊর্ধ্বমুখীই। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সপ্তাহের শেষের দিক থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলার আবহাওয়া বদলাতে পারে। কলকাতা ও সংলগ্ন দুই জেলা— হাওড়া ও হুগলিতে শনিবার থেকে আবহাওয়া মূলত শুষ্কই থাকবে। পাশাপাশি ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলাতেও শনি-রবিবারের আকাশ মোটের উপর শুষ্ক থাকবে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও এই মুহূর্তে ভারী বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩.৬ ডিগ্রি বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *