রায়গঞ্জ, ৩০ অক্টোবর (হি.স.): উত্তর দিনাজপুরের রায়গঞ্জে নিজের শিশু কন্যাকে খুনের অভিযোগে অভিযুক্ত বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। রায়গঞ্জ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার কুন্তল ব্যানার্জি জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তি খুনের ঘটনা স্বীকার করেছেন। তিনি নিজের মেয়েকে ফাঁস লাগিয়ে হত্যা করে বলে অভিযোগ।
বুধবার অভিযুক্তকে রায়গঞ্জ আদালতে পেশ করা হবে, যেখানে তার বিরুদ্ধে প্রমাণাদিসহ তথ্য উপস্থাপন করা হবে।