নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ অক্টোবর: রাজরাজশ্রী নার্সিং কলেজের বিরুদ্ধে পরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা প্রচার করা হচ্ছে বলে গুরুতর অভিযোগ করেছে কলেজ কর্তৃপক্ষ। রাজরাজশ্রী নার্সিং কলেজের বিরুদ্ধে উঠা সব অভিযোগ মিথ্যে বলে দাবি কলেজের। নেওয়া হতে পারে আইনত ব্যবস্থা।
৩১৫০ টাকা দিয়ে পরীক্ষার্থীদের পাশ করিয়ে দেওয়া হয় বলে যে তথ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় তা সম্পূর্ণ ভুল এবং অপপ্রচারের চেষ্টা বলে জোরালো দাবি করলো রাজরাজশ্রী নার্সিং কলেজ কর্তৃপক্ষ। তাছাড়া পরবর্তী সময় কলেজের ছাত্রছাত্রীরাও পুরো ঘটনা ভুল এবং মিথ্যে তা তুলে ধরে সংবাদ মাধ্যমে। কর্তৃপক্ষ আরও জানায়, যে অভিভাবক হোস্টেল এর বিরুদ্ধে অভিযোগ করেন উনার কোনো সন্তান কিংবা পরিচিত কেউই হোস্টেল এ থেকে পড়াশোনা করে না , সবকিছুই গুজব মাত্র।