দক্ষিণ দিনাজপুর, ৩০ অক্টোবর(হি.স.): দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থেকে মালদাগামী ৫১২ নম্বর জাতীয় সড়কে কালী পূজার চাঁদার জন্য জুলুমবাজি চলার অভিযোগ উঠেছে। বুধবার বুনিয়াদপুরের চৌপথি মোড় সংলগ্ন পুলিশ চেকপোস্টের কাছেই এই ঘটনা ঘটে, তবে এ নিয়ে প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন উঠছে।
সাংবাদিকরা ঘটনাস্থলে পৌঁছালে ক্যামেরা দেখে তাঁদের হুমকি দেওয়া হয় বলে জানা গেছে। এই ধরনের হুমকির পর সাংবাদিকদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে। পথচারীরা জানাচ্ছেন, জাতীয় সড়ক আটকে চাঁদা তোলার কারণে যে কোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে।
স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে স্থানীয় একটি ক্লাব এই ধরনের চাঁদার জুলুমবাজি চালিয়ে যাচ্ছে, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এমন ঘটনায় প্রশাসনিক ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। এলাকাবাসীর দাবি, অবিলম্বে বেআইনি চাঁদা আদায় বন্ধ করে এই ধরনের অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহণ করুক।