নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ অক্টোবর: শ্রেষ্ঠ ভুবন সামাজিক সংস্থার উদ্যোগে দু:স্থদের মধ্যে দীপাবলি উপলক্ষে মাটির প্রদীপ এবং কম্বল বিতরণ করা হয়। স্টেট মিউজিয়ামের সামনে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সহ-সভাপতি সুবল ভৌমিক।
দীপাবলি উৎসব উপলক্ষে দুস্তদের মধ্যে মাটির প্রদীপ এবং কম্বল বিতরণের মহতী উদ্যোগ গ্রহণ করেছে শ্রেষ্ঠ ভুবন সামাজিক সংস্থা। বুধবার রাজধানী আগরতলা শহরে স্টেট মিউজিয়ামের সামনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে দোস্তদের মধ্যে মাটির প্রদীপ এবং কম্বল বিতরণ করা হয়। উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দোস্তদের মধ্যে মাটির প্রদীপ এবং কপাল তুলে দেন বিজেপির সহ-সভাপতি সুবল ভৌমিক সহ অন্যান্যরা।