নয়াদিল্লি, ৩০ অক্টোবর (হি.স.): এমনিতেই বায়ুদূষণে শ্বাসরুদ্ধ অবস্থা দিল্লির, তার মধ্যেই যমুনার জল বিষাক্ত হয়ে উঠেছে। যমুনায় অ্যামোনিয়ার পরিমাণ বেড়ে যাওয়ায় বিষাক্ত ফেনা ভেসে বেড়াচ্ছে রোজই। প্রতি বছরের মতো এবারও দিল্লি ও রাজধানী সংলগ্ন এলাকা বায়ুদূষণে নাজেহাল। তবে, এই বছর শীতের অনেক আগেই।দিল্লির পাশাপাশি গ্রেটার নয়ডার মতো জনবহুল এলাকায় বাতাসের গুণগতমান খারাপ হয়ে গিয়েছে। খারাপ আবহাওয়া উত্তর প্রদেশের মোরাদাবাদেও। বিগত কয়েকদিনের মতো বুধবারও ধোঁয়াশার চাদরে আচ্ছন্ন থাকল রাজধানী দিল্লি। শীত যত এগিয়ে আসছে দিল্লির বাতাসের গুণগতমান (এয়ার কোয়ালিটি ইনডেক্স) অর্থাৎ একিউআই ততই খারাপ থেকে আরও খারাপের দিকে যাচ্ছে। বুধবার সকালে দিল্লির আনন্দ বিহার, নেহরু প্লেস, ইন্ডিয়া গেট, কর্তব্যপথ, অক্ষরধাম মন্দিরের মতো এলাকাগুলিতে বাতাসের গুণগত মান খারাপ ছিল।কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার সকালে দিল্লির আইটিও এলাকায় বাতাসের গুণগতমান ছিল ২৮৪, আবার আনন্দ বিহার এলাকায় এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ৩৫১, যা খুবই খারাপ পর্যায়ে পড়ে।