নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৩০ অক্টোবর: চুরির সামগ্রী উদ্ধারে বড়সড় সাফল্য পেল বিলোনিয়া থানা। দীর্ঘদিন ধরে বিলোনিয়া শহর এবং শহর সংলগ্ন বিভিন্ন এলাকায় ছোট বড় চুরি হয়। চোর কিংবা চুরির সামগ্রী উদ্ধারে কোন কিছুই করতে পারছে না পুলিশ তাই ক্ষুব্ধ জনগণ।
অবশেষে আজ বিলোনিয়া থানাধীন ঝরঝরি এলাকার অর্জুন দত্তের বাড়ি থেকে বিশাল পরিমাণে বিভিন্ন জায়গায় চুরির সামগ্রী উদ্ধার করে পুলিশ। যার মধ্যে রয়েছে জলের মটর, টিভি, ফ্যান, বৈদ্যুতিক সরঞ্জাম, গ্যাস সিলিন্ডার, বিভিন্ন ধরনের মেশিন, ইলেকট্রনিক ওজন মাপার যন্ত্রসহ আরো অন্যান্য সামগ্রী।
বিলোনিয়া থানার ওসি শিবুরঞ্জন দে জানান চুরির সামগ্রী উদ্ধার করতে পারলেও বাড়ির মালিক অর্জুন দত্তকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। সে পালিয়ে যায় বলে জানান ওসি। এছাড়াও আজ একই এলাকা থেকে রাবার চুরির সঙ্গে যুক্ত বিপ্লব দে (২৭)কে এলাকার জনগণ ধরে উত্তমমধ্যম দেয় এবং পরবর্তী সময়ে তাকে বিলোনিয়া থানার পুলিশের হাতে তুলে দেয়। বর্তমানে সে বিলোনিয়া হাসপাতালে চিকিৎসাধীন।