আগরতলা, ৩০ অক্টোবর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই নেশা কারবারিকে আটক করতে সক্ষম হয়েছে আসাম রাইফেলস। সাথে ৯০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। যার বাজারমূল্য আনুমানিক ১৮ কোটি টাকা হবে। আজ আসাম রাইফেলস তরফ থেকে এক বিবৃতি জারি করে একথা জানানো হয়েছে।
বিবৃতিতে জানানো হয়েছে, দীপাবলির প্রাক মুহুর্তে আসাম রাইফেলস নারংবাড়ি এলাকায় একটি বিশেষ অভিযান শুরু করেছে। ওই অভিযানে দুই নেশাকারবারীকে আটক করা হয়। তার কাছ থেকে ৯০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। যার বাজারমূল্য আনুমানিক ১৮ কোটি টাকা হবে। সাথে একটি গাড়িকেও বাজেয়াপ্ত করে।
বিবৃতিতে আরও বলেন, মাদক বিরোধী অভিযান এবং অবৈধ চোরাচালান কার্যকলাপের বিরুদ্ধে লড়াইয়ে আসাম রাইফেলসের অটল প্রতিশ্রুতিতে অবদান রাখতে অনেক দূর এগিয়ে যাবে।