বাগডোগরা, ৩০ অক্টোবর (হি. স. ) : ছুটির দিনে বন্ধুদের সঙ্গে বেড়াতে আসা এক সেনা জওয়ান হাতির আক্রমণে মারা গেছে। মঙ্গলবার রাতে বাগডোগরা বালাসন নদী এলাকায় এই ঘটনা ঘটে। মৃত সেন জওয়ানের নাম কুশল ছেত্রী। কুশল নাগাল্যান্ডের গোর্খা রেজিমেন্টে কর্মরত ছিলেন।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বন্ধুদের সঙ্গে বাগডোগরার পান্থবাড়ি এলাকায় গিয়েছিলেন কুশল। তারপর বালাসন নদীর কাছে তিরহানা জঙ্গলে একটি হাতি কুশলকে আক্রমণ করে। যার কারণে তার মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে বন দফতরের বাগডোগরা রেঞ্জ, এলিফ্যান্ট স্কোয়াড ও বাগডোগরা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেনা জওয়ানের মৃতদেহ উদ্ধার করে। বুধবার দেহটি ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। ঘটনার তদন্ত শুরু করেছে বাগডোগরা থানার পুলিশ।