নয়াদিল্লি, ৩০ অক্টোবর (হি.স.): পণ্ডিত মহর্ষি দয়ানন্দ সরস্বতীর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
অমিতবাবু বুধবার এক্সবার্তায় লিখেছেন, “বেদের মহান পণ্ডিত মহর্ষি দয়ানন্দ সরস্বতী জাতির সাংস্কৃতিক জাগরণে অনন্য অবদান রেখেছিলেন। তাঁর মৃত্যুবার্ষিকীতে আমি শ্রদ্ধা জানাই। মহর্ষি দয়ানন্দ জি ভারতীয় সমাজের আধুনিকীকরণ এবং আর্য সমাজের মাধ্যমে ভারতীয় চেতনার কেন্দ্রে বেদ পুনরুদ্ধার করার জন্য কাজ করেছিলেন।
মহান চিন্তাবিদ ও সমাজ সংস্কারক দয়ানন্দ সরস্বতীজীর জীবন আমাদের সর্বদা আধ্যাত্মিকতা ও সেবার পথে অনুপ্রাণিত করবে।”